Logo

সারাদেশ

ধামরাইয়ে ৭৫ শ্রমিক ছাঁটাই, কারখানায় কর্মবিরতি

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:১৭

ধামরাইয়ে ৭৫ শ্রমিক ছাঁটাই, কারখানায় কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার ৭৫ জন শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল চারটার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা গেছে, গত রোববার ৭৫ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা।

কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, সম্প্রতি কিছু যৌক্তিক দাবিদাওয়া তোলার পরই তাঁদের ছাঁটাই করা হয়। রোববার ছাঁটাইয়ের পর সোমবার কারখানা বন্ধ ছিল। আজ মঙ্গলবার কারখানা খোলার পর শ্রমিকেরা ছাঁটাইয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। তবে কর্তৃপক্ষ তাঁদের কাজে ফেরার নির্দেশ দেয়। এ নিয়ে দিনভর আলোচনা চললেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আলম শেখ বলেন, ‘শ্রম আইন অনুযায়ী ২৬ ধারার আলোকে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করেই তাঁদের বরখাস্ত করা হয়েছে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর