Logo

সারাদেশ

নাটোরে চাঁদাবাজির অভিযোগে আটক ৮

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:২১

নাটোরে চাঁদাবাজির অভিযোগে আটক ৮

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের গুরুদাসপুরে তরমুজ, বাঙ্গি ও শসা কিনতে আসা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে মাদ্রাসার নামে চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার শিধুলী বাজার এলাকা থেকে তাঁদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী চলনালী গ্রামের শরিফুল ইসলাম (৩৮), শিধুলী গ্রামের বদিবর (৪৪), মকবুল হোসেন (৭০), মো. এনামুল (৪৫), জাকারিয়া (৫০), মওদুদ আহমেদ (৩১), পোয়ালশুড়া-দড়িপাড়া গ্রামের মো. শাহাদৎ (৪৫) ও রিপন সরকার (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুরের শিধুলী, চলনালী ও পোয়ালশুড়া-দড়িপাড়া এলাকা তরমুজ, বাঙ্গি ও শসার উৎপাদনের জন্য পরিচিত। বৈশাখ ও জ্যৈষ্ঠ—এই দুই মাসে দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে এসব ফল ট্রাকে করে কিনে নিয়ে যান। তবে দীর্ঘদিন ধরে একটি চক্র স্থানীয় কিছু প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারা অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘চাঁদাবাজির ঘটনায় করা মামলার ভিত্তিতে আট আসামিকে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।’

মেহেদী হাসান তানিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর