Logo

সারাদেশ

ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ২০:৩২

ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাঁরা চাচাতো ভাই-বোন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আনারুল হকের ছেলে তাওহীদ (৬) ও সামিউল হকের মেয়ে আফছা (৫)। পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তাঁরা পানিতে ডুবে যান।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘তৃতীয় এক শিশু চিৎকার দিলে পরিবারের লোকজন এসে পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।’

নাজমুস সাকিব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর