
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের তারাকান্দায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাঁরা চাচাতো ভাই-বোন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের আনারুল হকের ছেলে তাওহীদ (৬) ও সামিউল হকের মেয়ে আফছা (৫)। পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তাঁরা পানিতে ডুবে যান।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘তৃতীয় এক শিশু চিৎকার দিলে পরিবারের লোকজন এসে পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।’
নাজমুস সাকিব/এআরএস