ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের ধনবাড়ীতে ২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে আন্দোলনে শহীদদের স্বজন এবং আহত ব্যক্তি ও তাদের পরিবারের স্বজনদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ। সভার প্রথমেই শহীদ একরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক, মাতা নাজমা খাতুন লিপিসহ অন্যান্য শহীদদের স্বজন ও আহত ব্যক্তিসহ সকলের পরিবারের স্বজনরা তাদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিব, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাহমিদা লস্কর, থানার ওসি মো. শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ সভাপতি সৈয়দ সাজন আহম্মেদ ও সাংবাদিক পলাশ ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।
শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বজন, আহত ব্যক্তি ও সকলের পরিবারের স্বজনদের কাছে উপজেলা প্রশাসেনর পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
হাফিজুর রহমান/ এমআই