Logo

সারাদেশ

নাজিরপুরে চাঁদা চাওয়া নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৮

নাজিরপুরে চাঁদা চাওয়া নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

পিরোজপুরের নাজিরপুরে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

সোমবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. জহিরুল ইসলাম শেখ ও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামান ভুইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে যুবদল নেতা   বদিউজ্জামান গ্রুপের বদিউজ্জামান (৪০), ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল  ইসলাম (২৪), ওয়ার্ড বিএনপির সদস্য মো. সবুর সরদার (৪৫), মো. মাহবুব ভুইয়া (৬৫), স্বেচ্ছাসেবকদল নেতা মো. আল মামুন সরদার আজমীর (৪২), জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তায়জুল ইসলাম (৩৩), স্বেচ্ছাসেবক দলের এমাম ভুইয়া (২৫), যুবদলের রুহুল আমীন ভুইয়া (৩৫) এবং ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. জহিুরুল ইসলাম শেখ ও পলাশ শেখ (২৮)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে বিএনপি নেতা জহিরুল ইসলাম ও পলাশ শেখ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও তাদের পাওয়া যায়নি। 

হামালায় আহত উপজেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বলেন, উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আজমীর হোসেনকে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জহিরুল ইসলাম ও তার ভাই যুবলীগকর্মী জাহিদসহ ৪-৫ জনে চাঁদার দাবিতে বাজারের একটি দোকানের সামনে আটক করে। এর আগে গত দুই মাস ধরে তারা আজমীরের কাছে চাঁদা চায়। এ ঘটনা শুনে সেখানে গেলে বিএনপি নেতা জহিরের নেতৃত্বে তার ভাই ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলাসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে এ খবর শুনে আমার আত্মীয়-স্বজনরা সেখানে গেলে জহিরের লোকজন তাদের ওপর হামলা করে।

বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম শেখ বলেন, যুবদল নেতা বদিউজ্জামানের চাচা মাহাবুব ভুইয়া আমাকে গালাগালি করেন। এ নিয়ে সংঘর্ষে কে কাকে মেরেছে তা জানি না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে। 

নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সৈয়দ বশির আহম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর