Logo

সারাদেশ

শেখ ও মোল্লা গ্রুপের সংঘর্ষ, আহত ৯

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:১৯

শেখ ও মোল্লা গ্রুপের সংঘর্ষ, আহত ৯

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষি সেচ পাম্প নিয়ে শেখ গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে কুমারখালীর কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ গ্রুপের আহতরা হলেন- মৃত বদর উদ্দিনের ছেলে হামিদুল শেখ (৫০), তার ছেলে নাঈম শেখ (২২), ইছাহকের ছেলে ইব্রাহিম শেখ (৬৫), আসলামের ছেলে ইয়ামিন শেখ (১৯) ও ইউনুসের ছেলে আলম শেখ (২০)। তারা সবাই কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অন্যদিকে, মোল্লা গ্রুপের আহতরা হলেন- নওশের মোল্লার ছেলে ছমসের আলী মোল্লা (৫৫), রবিউল মোল্লার ছেলে রুহুল আলম (৬০), শামসুল আলম (৫৮) ও নান্নু মোল্লা (৫০)। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর ধরে মোল্লা গ্রুপের রবিউল আলম মোল্লা তার সেচ পাম্পটি শেখ গ্রুপের হামিদুল শেখের কাছে ইজারা দিয়ে আসছিলেন। প্রতি দুই বছর অন্তর ৩৬ হাজার টাকা দিয়ে পাম্প চালাতেন হামিদুল। তবে এবছর পহেলা বৈশাখেই মেয়াদ শেষ হয়েছে দাবি করে রবিউল পাম্পে তালা লাগিয়ে দেন। বুধবার সকালে হামিদুল তালা খুলে পাম্প চালাতে গেলে সংঘর্ষ বাধে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

তিনি আরও বলেন, সেচ পাম্পের ইজারা বা মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বেশ কিছু লোকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকটি বাড়িতে হালকা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকরামুজজামান আরিফ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর