Logo

সারাদেশ

সাঙ্গু নদী এখন ময়লার ভাগাড়

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রিতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:৩৫

সাঙ্গু নদী এখন ময়লার ভাগাড়

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকার ময়লা-আবর্জনা ও বাজারের বর্জ্য ফেলা হচ্ছে সাঙ্গু নদীতে। এতে নদীর পানি দূষিত হচ্ছে, হারিয়ে যাচ্ছে দেশি মাছ।

স্থানীয় বাসিন্দা ও জেলেরা জানান, একসময় নদীটি দিয়ে চলত বড় বড় নৌকা, প্রচুর মাছও পাওয়া যেত। এখন নদীতে মাছ নেই বললেই চলে। পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং এলাকা থাকলেও নিয়মিতভাবে নদীতে ফেলা হচ্ছে আবর্জনা।

জানা গেছে, নদীতে পড়ে থাকছে দইয়ের হাঁড়ি, পলিথিন, প্লাস্টিকের বোতল ও সবজির উচ্ছিষ্ট। ড্রেজিং না হওয়ায় নদী সরু হয়ে গেছে, কমে গেছে পানির প্রবাহও।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আরিফ বলেন, ‘নদীতে বর্জ্য ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাছ বাঁচাতে নদীর নাব্যতা ও পানির গুণমান রক্ষা জরুরি।’

সমুদ্র গবেষক জহুরুল ইসলাম চৌধুরী বলেন,  ‘নদীটি একসময় প্রাণবন্ত ছিল। এখন ময়লা ও দখলে বিপর্যস্ত।’

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা নদীর জমি দখল করে গড়েছেন স্থাপনা, অথচ দেখার কেউ নেই।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর