Logo

সারাদেশ

তাহিরপুরে মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:৩৮

তাহিরপুরে মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের তাহিরপুরে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে চালক মিজানুর রহমান (২২) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।

এলাকাবাসী জানান, মালবাহী ট্রাক্টরটি নিচু রাস্তা থেকে উপরে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর