-6801132c5c56c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নাটোরে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার হয়বতপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের হোসেন আলী, সিরাজগঞ্জের শরিফ ইসলাম ও সবুজ আলী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান জানান, ঢাকা থেকে নাটোরগামী একটি কাভার্ড ভ্যানে গাঁজা পাচার হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেটি থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজা জব্দ করা হয়।
তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এআরএস