লক্ষ্মীপুরে পূর্নবাসনের দাবিতে ভূমিহীনদের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:৪৮
-680114a7915f8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লক্ষ্মীপুর সদরের চররমনী মোহন ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বসবাসকারী ভূমিহীনদের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
চররমনী মোহন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নয়ন আক্তারের নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। তারা বলেন, যুগের পর যুগ বেড়িবাঁধের পাশে তারা বসবাস করছেন। পানি উন্নয়ন বোর্ডের চলমান বাঁধ সংস্কারকাজ শুরুর আগে এখানকার প্রায় ১০ হাজার পরিবারকে পূর্নবাসনের দাবি জানান তারা।
প্রসঙ্গত, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর আওতায় মজুচৌধুরীর হাট এলাকায় বাঁধ সংস্কার, স্লুইসগেট নির্মাণ ও খাল খননের কাজ চলছে। স্থানীয়দের স্থাপনা উচ্ছেদে নোটিশও দেওয়া হয়েছে।
এআরএস