শেরপুরে কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

বগুড়া (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:৫৭
-680116cfae5a6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী, শিক্ষার্থী ও বিএনপি নেতারা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ আসাদুজ্জামান নিয়োগ, টাইম স্কেল, এপি স্কেল ও স্বাক্ষর মানি বাবদ শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করেছেন। কলেজ তহবিল থেকেও অর্থ লুটপাটের অভিযোগ তোলেন তারা।
এ সময় বক্তারা আরও বলেন, গভর্নিং বডির সাবেক সভাপতি শহিদুল ইসলাম বাবলু অধ্যক্ষের দুর্নীতির তদন্ত শুরু করলে তাকে কারণ দর্শানোর সুযোগ না দিয়েই অপসারণ করা হয়। নতুন সভাপতি নিয়োগে অধ্যক্ষের প্রভাব রয়েছে বলেও অভিযোগ ওঠে।
মানববন্ধনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা অধ্যক্ষের অপসারণ এবং শহিদুল ইসলামকে পুনর্বহালের দাবি জানান। দাবি না মানলে বড় পরিসরে আন্দোলনের ঘোষণা দেন তারা।
এআরএস