Logo

সারাদেশ

কিশোরগঞ্জে আদালত থেকে ফেরার পথে হামলা, আহত ৭

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২১:৩৭

কিশোরগঞ্জে আদালত থেকে ফেরার পথে হামলা, আহত ৭

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় সাতজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ আদালত সংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছেন হৃদয় মিয়া (৩০), দুলাল (৪৮), দীপু (২৫), ফরিদ (৩৮), ওয়েব আলী (৫৫), রহমত আলী (২৮) ও বরকত আলি (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টগ্রামের আব্দুল্লাহপুরে পূর্ব বিরোধের জেরে দায়ের করা একটি মামলায় জামিন নিতে আসেন আসামিরা। জামিন শেষে ফেরার পথে বাদীপক্ষের ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে হৃদয়ের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দুলালের মাথা ও বুকে গুরুতর জখম হয়।

আহতদের প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত হৃদয় ও দুলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, িঅভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর