
হবিগঞ্জের মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), একই গ্রামের রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও জহর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০) এবং পিকআপের হেলপার মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকার রহিম মিয়া।
জানা গেছে, ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন পুরুষ এবং ২ জন নারী ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ঢাকামুখী ট্রাক ও সিলেটমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।
মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, বাসা-বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬/১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। লাশ ৪টি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।
ডালিম রেজা/এমজে