Logo

সারাদেশ

অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি, মারপিটে আহত ১

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৬:১৫

অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি, মারপিটে আহত ১

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলি করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার বিলমাড়িয়া বাজারের নাগশোষা গ্রামে ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল রাতে স্থানীয় নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের মৃত লাল মোহম্মাদের ছেলে গোলাম কিবরিয়া কাজলের বুকে অস্ত্র ঠেকিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী কাজলের মায়ের অভিযোগের জেরে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মনি সরদারসহ কয়েকজন কাজলকে মারপিট করে। এসময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মনি সরদার ঘটনাস্থলে প্রকাশ্যে গুলি করে ।

স্থানীয়রা জানান, মনি সর্দার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় আহত গোলাম কিবরিয়া কাজলকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মেহেদী হাসান তানিম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর