রূপগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৬:৪৮

ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে মুড়াপাড়ার ঐতিহ্যবাহী শাহী মসজিদ চত্বর থেকে দলটির কেন্দ্র ঘোষিত এ গণসংযোগ কর্মসূচির সূচনা করেন আনোয়ার হোসেন মোল্লা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং রূপগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি।
পরে তিনি রূপগঞ্জে মুড়াপাড়া, ভুলতা, গাউছিয়া, কাঞ্চন, তারাবো ও গোলাকান্দাইল নতুন বাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগে অংশ নেন রূপগঞ্জ দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারি আনিসুর রহমান, উত্তর উপজেলার আমির আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, পশ্চিম উপজেলার আমির মাওলানা ফারুক আহম্মেদ ও সেক্রেটারি মো. হানিফ ভূঁইয়া। এ সময় জামায়াতের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
গণসংযোগে আনোয়ার হোসেন মোল্লা বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমাদের দলীয় মন্ত্রীরা কখনো দুর্নীতিতে জড়াননি। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিয়ে কাজ করবে। আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু জনগণ আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা।
আনোয়ার হোসেন মোল্লা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে তিনি ইসলামের ছায়াতলে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।
জামায়াত নেতা বলেন, ছাত্রজনতা তাজা বুকের রক্ত দিয়ে ৫ আগস্ট বিজয় এনে দিয়েছে। আগামীতেও ফ্যাসিবাদ রুখতে তারা ভূমিকা রাখবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’—এ স্লোগানে আকৃষ্ট হয়ে অনেকেই জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন বলে তিনি দাবি করেন।
এন বি আকাশ/এমবি