Logo

সারাদেশ

কাফনের কাপড় পরে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৭:১০

কাফনের কাপড় পরে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম পৌর শহরের মার্কাস মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষায় চরম বৈষম্য চলছে। জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবৈধভাবে নিয়োগ পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট বাতিল করলেও তা বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে। তারা বলেন, অবিলম্বে ওইসব নিয়োগ বাতিল ও দায়ীদের চাকরিচ্যুত করতে হবে।

এ সময় কারিগরি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার ফলে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. কামরুজ্জামান আলভী, আরিফ হাসান ও সিফাত জানান, অবিলম্বে আমাদের ঘোষিত দাবিগুলো মেনে না নেওয়া হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে জানান শিক্ষার্থীরা।

ফজলুল করিম ফারাজী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর