Logo

সারাদেশ

কক্সবাজার-মহেশখালী নৌপথে চালু সি-ট্রাক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৭:২৮

কক্সবাজার-মহেশখালী নৌপথে চালু সি-ট্রাক

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রথমবারের মতো সি-ট্রাক সার্ভিস চালু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এ সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু হয়। এতে দ্বীপ উপজেলা মহেশখালীবাসীর দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন শুরু হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বীপ উপজেলা মহেশখালীতে ১০ কিলোমিটার সমুদ্রপথে ফেরি চালুর দাবি দীর্ঘদিনের। গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ সি-ট্রাক সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক মহেশখালী জেটিঘাটে পৌঁছেছে। ঘাটে পন্টুন স্থাপন করা হয়েছে। মহেশখালীবাসীর উচ্ছ্বাস দেখে ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) এ কে এম আরিফ উদ্দিন বলেন, শুক্রবার থেকে পরীক্ষামূলক সি-ট্রাক চালু হলো। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সার্ভিসের উদ্বোধন করা হবে। 

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর