মুন্সীগঞ্জে আগুনে পুড়ল কারখানার কাপড়-মেশিন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৪৯

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সিকোটেক্স নামে একটি কারখানায় আগুন লাগে। এতে কারখানার কয়েকটি মেশিন ও কাপড় পুড়ে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দীতে এ ঘটনা ঘটে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ হাসান নামে কারখানাটির এক শ্রমিক বলেন, দুপুর পৌনে ১২টার সময় প্রথমে আগুন দেখতে পাই। পরে কারখানার ফায়ার ইকুপমেন্ট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিই।
শুক্রবার দুপুরে প্রিন্টিং সেকশনে কাজ করার সময় মেশিন ‘ওভার হিট’ হয়ে আগুনের সূত্রপাত বলে দাবি করেন সিকোটেক্স কারখানার লজিস্টিক বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, এতে মেঝেতে রাখো প্রায় ৪০ টন কাপড়, কয়েকটি মেশিনের আংশিক ক্ষতি হওয়ায় আনুমানিক ৩ কোটি টাকার অধিক সম্পদ নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, খবর পেয়ে আমরা দুপুর পৌনে ১টার মধ্যে ঘটনাস্থলে যাই। আমাদের দুটি ইউনিট ও কারখানার শ্রমিকদের সহায়তায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি বলেন, তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাবে।
আবু সাঈদ/ওএফ