Logo

সারাদেশ

কুয়াকাটায় রাখাইনদের সাংগ্রাই উৎসব শুরু

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৯

কুয়াকাটায় রাখাইনদের সাংগ্রাই উৎসব শুরু

ছবি : বাংলাদেশের খবর

রাখাইন বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সাংগ্রাই বা জলকেলি।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন মার্কেট মাঠে এ উৎসবের সূচনা হয়। পুরোনো বছর ১৩৮৬ কে বিদায় ও নতুন বছর ১৩৮৭ কে বরণ করে নিতে রাখাইন তরুণ-তরুণীসহ নানা বয়সের নারী-পুরুষরা জলকেলিতে অংশ নেন।

রাখাইন তরুণীদের নৃত্য পরিবেশনার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর তরুণ-তরুণীরা একে অপরকে ভালোবাসায় ভেজানো পানি ছিটিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমং তালুকদার। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক ড. শহিদুল ইসলাম শাহীন ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ অন্যরা।

রাখাইন সম্প্রদায়ের মানুষের ভাষ্য, জল দিয়ে পুরোনো বছরের গ্লানি ও দুঃখ মুছে ফেলে তারা নতুন বছরকে বিশুদ্ধতা ও আনন্দের সাথে বরণ করে নেন। টানা ৩ দিন চলবে এ উৎসব।

রাখাইন তরুণী ইয়াংসা বলেন, নতুন বর্ষকে বিদায় ও বরণের এ আয়োজন আমাদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব। এ উৎসব ঘিরে আমরা ঘরে ঘরে রান্না করি নিজস্ব খাবার এবং আনন্দ ভাগাভাগি করি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রবিউল ইসলাম বলেন, জলকেলি উৎসবটি শুধুমাত্র রাখাইনদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এ অঞ্চলের মানুষের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। এ উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রতিটি প্যান্ডেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জাকারিয়া জাহিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর