নরসিংদীতে কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২০:০৯

ছবি : বাংলাদেশের খবর
ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নরসিংদীর সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেপ্রতাপ মহাসড়কে গিয়ে শেষ হয়।
সারাদেশের মতো নরসিংদীতেও এ কর্মসূচিতে অংশ নেয় সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা জানায়, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এ ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষার্থীরা জানান, দ্রুত দাবি মেনে না নিলে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আরও কঠোর আন্দোলনের পথে যাবেন তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত একাধিক শিক্ষার্থী বলেন, কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করে প্রশাসন দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক সিদ্ধান্ত নিচ্ছে। আমরা আর অন্যায় সহ্য করব না।
সুমন রায়/এমবি