Logo

সারাদেশ

জনসচেতনতা বৃদ্ধিতে মসজিদে মসজিদে কচাকাটা থানার ওসি

Icon

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২০:২৫

জনসচেতনতা বৃদ্ধিতে মসজিদে মসজিদে কচাকাটা থানার ওসি

ছবি : বাংলাদেশের খবর

সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের সচেতন করতে ব্যতিক্রমধর্মী একটি কার্যক্রম শুরু করেছেন কুড়িগ্রামের কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। তিনি স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ছাড়াও পাড়া-মহল্লার মসজিদগুলোতে গিয়ে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ এপ্রিল) কচাকাটা বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে কচাকাটা থানার ওসি বলেন, যেকোনো লেনদেনে যেন লিখিত ডকুমেন্ট রাখা হয়। যাতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো যায়। 

পাশাপাশি বাজারে প্রতারণা বা অপ্রীতিকর ঘটনা রোধে সবাইকে সতর্ক থেকে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিষয়ে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। পুলিশ সবসময় পাশে থাকবে।

ওসি নাজমুল আলমের এ মানবিক ও সচেতনতা মূলক কার্যক্রম স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। 

কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সচেতনতা কার্যক্রম খুবই সময়োপযোগী। একই সঙ্গে আমরা চাই মাদক নির্মূলে ওসি সাহেব আরও কঠোর হোন।

ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ওসি নাজমুল আলম বলেন, এ অঞ্চলের মানুষ আইন মানতে চায়। কিন্তু অনেকেই আইনের খুঁটিনাটি জানে না। ফলে তারা নানা ধরনের আইনি জটিলতায় পড়ে। মানুষকে সেগুলো থেকে মুক্ত রাখতে এবং সচেতন করতে আমি নিজেই এগিয়ে এসেছি। যতদিন কচাকাটা থানায় দায়িত্বে আছি, আমার এ উদ্যোগ অব্যাহত থাকবে।

নূর-ই-আলম সিদ্দিক/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর