Logo

সারাদেশ

শীতলক্ষ্যায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:২৯

শীতলক্ষ্যায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া স্কুলছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জোবায়ের হোসেন রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। তিনি ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোবায়ের তার তিন বন্ধু—এবারের এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বিকে নিয়ে একটি ছোট নৌকায় দাউদপুর খেয়াঘাট থেকে ভোলাবো যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। ক্যাপিটাল মেরিনা জেটির সামনে পৌঁছালে নৌকায় পানি উঠতে থাকে এবং একপর্যায়ে তা ডুবে যায়।

সাথের তিন বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় জোবায়ের। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শনিবার সকালে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এন বি আকাশ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর