হুবহু খবর ছাপায় ১৩ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৮:০৩

ছবি : বাংলাদেশের খবর
হুবহু শিরোনামে একাধিক পত্রিকায় একই খবর প্রকাশের অভিযোগে ময়মনসিংহের ১৩টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৬ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীর স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ৩০ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় একাধিক সংবাদের ভাষা ও বিন্যাস হুবহু এক। এ ঘটনায় কেন এটি অবৈধ বিবেচিত হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এছাড়াও, নোটিশে সংশ্লিষ্টদের পাঁচ কার্যদিবসের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ব্যাখ্যাসহ জবাব দাখিল করার অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক জবাব না পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীর জানান, ময়মনসিংহের এসব পত্রিকার ভেতরের দুই পৃষ্ঠায় এক ধরনের ফটোকপির মতো সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ১৩টি পত্রিকার মধ্যে রয়েছে দৈনিক আজকের ময়মনসিংহ, সম্পাদক মো. শামসুল আলম খান; দৈনিক দেশের খবর, সম্পাদক এফ এম এ ছালাম; দৈনিক অদম্য বাংলা, সম্পাদক নাসির উদ্দিন আহমেদ; এবং দৈনিক সবুজ, সম্পাদক মো. আফসর উদ্দিন।
এছাড়া দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা– এই দুই পত্রিকারই সম্পাদক আ ন ম ফারুক। দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক এন বি এম ইব্রাহীম খলিল রহিম।
দৈনিক ঈষিকা পত্রিকা সম্পাদনা করেন আব্দুর রাজ্জাক তালুকদার। দৈনিক জাহান প্রকাশ করেন শেখ মেহেদী হাসান নাদিম। দৈনিক কিষানের দেশ পত্রিকার সম্পাদক ওমর ফারুক এবং দৈনিক নিউ টাইমস পত্রিকার সম্পাদক এম এ মতিন।
আরও রয়েছে হৃদয়ে বাংলাদেশ, সম্পাদক ফরিদা ইয়াসমীন; এবং সাপ্তাহিক পরিধি, সম্পাদক অ্যাডভোকেট বিকাশ রায়।
নাজমুস সাকিব/এআরএস