Logo

সারাদেশ

চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা বিএনপির নেতা মতবিনিময়

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৮:২৭

চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা বিএনপির নেতা মতবিনিময়

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজিব জাফর চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মহানগরীর সিনিয়রস ক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, বিগত দিনে গণমাধ্যমের গলা চেপে ধরা হয়েছিল। বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে আর গণমাধ্যমের কণ্ঠরোধ হবে না। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা হবে।

রাজিব জাফর চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এ ৩১ দফার মধ্যেই রয়েছে একটি সন্ত্রাস, দুর্নীতি, জুলুম ও অবিচারমুক্ত সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা নেত্রী ডা. ফারহানা চৌধুরী, সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সহসভাপতি আবদুল মোবিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আনোয়ার আবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম হেলাল উদ্দিন নিরব, সদস্য সাইফুল ইসলাম, এমএ হামিদ, ওসমান চৌধুরী ও ছাত্রদল নেতা রুবাইয়াত খান শিফাত প্রমুখ।

এম হেলাল উদ্দিন নিরব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর