Logo

সারাদেশ

ধর্ষণচেষ্টা : ছুটতে গিয়ে আটকে গেলেন মমিন

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ২১:৫০

ধর্ষণচেষ্টা : ছুটতে গিয়ে আটকে গেলেন মমিন

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে মমিন হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার দক্ষিণ বাইপাইল বেলাল নগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

মমিন হোসেন ওই এলাকার মৃত হাবিবুর রহমান মিজির ছেলে।

ভুক্তভোগীর বোন জানান, তাঁর বোন নাইট ডিউটি শেষে ঘুমিয়ে ছিলেন। তিনি বাসা তালা দিয়ে ছাদে গেলে এ সুযোগে অভিযুক্ত মমিন ঘরে ঢুকে ওই নারী শ্রমিকের ওপর ঝাপিয়ে পড়েন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মমিন পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে খুঁটিতে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর