Logo

সারাদেশ

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা রফিক গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৯:১১

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা রফিক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রেজাউল করিম রফিক উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানও ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাবেক এমপি আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতালপল্লীতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও তিন সাঁওতাল হত্যা মামলা অন্যতম। এই মামলায় আসামি হয়েও এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাবেক এমপি আবুল কালাম আজাদের সঙ্গে ঘনিষ্ঠ থেকে নানা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। গ্রেপ্তার রেজাউল করিম রফিক ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতালপল্লিতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও তিন সাঁওতাল হত্যা মামলার আসামি। হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন তিনি।

এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলায় ২০১৬-১৭ অর্থবছরে ২ হাজার ২৫৩টি ধর্মীয় সভায় খাবারের জন্য ৫ হাজার ৮২৩ মেট্রিক টন চাল বরাদ্দ হয়। বরাদ্দকৃত চালের বাজারমূল্য ২২ কোটি ৩ লাখ ২১ হাজার ৫৯০ টাকা। জাল কাগজপত্র তৈরি করে এসব চাল আত্মসাতের অভিযোগ রয়েছে। ওই ঘটনায় ২০২১ সালের ২৬ আগস্ট দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বাদী হয়ে মামলা করেন। এতে ১৬ জন ইউপি চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ (পিআইও) ১৯ জনকে আসামি করা হয়। সেখানেও অভিযুক্ত রেজাউল করিম রফিক। এ ঘটনায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে তিনি পলাতক ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আতিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর