
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার ঢালীবাড়ি মসজিদসংলগ্ন মাঠ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (২০ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে ডাকাত ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
আলআমিন ভূঁইয়া/এমবি