-68047bc92ef39.jpg)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর চারটি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত লাকসাম পৌর ও উপজেলা কর্মী সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।
ঘোষিত আসনের চার প্রার্থী হলেন- কুমিল্লা-৮ (বরুড়া) আসনে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ,লালমাই ও নাঙ্গলকোট) আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাও. মুহাম্মদ ইয়াসিন আরাফাত এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত হাজারো নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। কুমিল্লা-৮, ৯, ১০ ও ১১ আসনের মনোনীত এ চার প্রার্থীকে উপহার হিসেবে কেন্দ্রের পক্ষ থেকে দিয়ে গেলাম। তাদের বিজয়ী করতে হবে। এ বিজয়ের জন্য ঘরে বসে থাকলে হবে না। প্রত্যেকটি ভোটকেন্দ্রে যত লোক বসবাস করে, যত ভোটার আছে, তার অর্ধেকের বেশি মানুষকে জামায়াতে ইসলামীর সহযোগী ফরম পূরণ করতে হবে। আমাদের কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী বাড়াতে হবে।
এর আগে বক্তারা লাকসাম-মনোহরগঞ্জবাসীর জন্য কয়েকটি দাবি পেশ করেন। তার মধ্যে লাকসামকে জেলা ঘোষণা করা, নবাব ফয়জুন্নেছা চৌধুরানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লাকসামে ৫০০ শয্যার একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন, লাকসাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ স্থাপন, লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক, লাকসাম-মুদাফফরগঞ্জ সড়ক, লালমাই-চাঁদপুর সড়ককে চার লেনে উন্নীতকরণ, লাকসাম বাইপাস ও বাগমারা বাজারের অবশিষ্ট দুই লেন সড়কের কাজ দ্রুত শেষ করা এবং অবিলম্বে কুমিল্লার বিমানবন্দরটি চালুর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি