পরীক্ষা কেন্দ্রের পাশেই মাসব্যাপী মেলা, অবশেষে বন্ধ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১১:১৪

ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে কটিয়াদী কলেজ মাঠে অনুমোদন ছাড়াই শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম মেলা বন্ধ করে দেন।
জানা গেছে, পহেলা বৈশাখ (সোমবার) থেকে অঘোষিতভাবে মেলাটি শুরু হয়। তবে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন স্থানে মেলার আয়োজন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়।
এমন অবস্থায় কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, সহসভাপতি শফিকুর রহমান বাদল, মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চাঁন মিয়াসহ শতাধিক নেতাকর্মী স্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা প্রশাসনে জমা দেন।
এছাড়াও ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক কমিটি পৃথকভাবে লিখিতভাবে মেলা বন্ধের দাবি জানান। এসব আবেদনের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মেলার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
জেলা প্রশাসকের আদেশকে উপেক্ষা করে পহেলা বৈশাখ সোমবার থেকে মেলা চালু রাখা হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল, জসিম উদ্দিন মেনু প্রমুখ।
মিজানুর রহমান/এমবি