
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে অবৈধ অস্ত্রসহ মিজানুর রহমান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (২০ এপ্রিল) ভোররাতে উপজেলার দক্ষিণ চরছান্দিয়ার লন্ডনীপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর রহমান চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়ার আবদুল হালিম মেম্বারের ছেলে। তিনি সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির কোষাধ্যক্ষ পদেও রয়েছেন।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সকালে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ আলিফ আল গনি।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে দক্ষিণ চরছান্দিয়া গ্রামের লন্ডনীপাড়ায় অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় হালিম মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়।
মিজানের স্ত্রী জিবনারা খাতুন সুমি জানান, স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সঙ্গে মিজানের ভূমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। তারাই ঘরে অস্ত্র রেখে তাকে ফাঁসিয়েছে।
সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্প ইনচার্জ আলিফ আল গনি বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে অস্ত্রসহ সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, অবৈধ অস্ত্র আইনে মামলা রুজু করে মিজানুর রহমানকে ফেনী আদালতে পাঠানো হয়েছে।
এমরান পাটোয়ারী/এমবি