Logo

সারাদেশ

আশুলিয়ায় নারী শ্রমিককে হত্যা পর লাশ পুড়ানোর চেষ্টা

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৩:০৮

আশুলিয়ায় নারী শ্রমিককে হত্যা পর লাশ পুড়ানোর চেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় রোকসানা আক্তার রূপা ওরফে নূরানী (২৫) নামের এক নারী পোশাক শ্রমিককে হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) ভোর ৪টার দিকে আশুলিয়ার টংগাবাড়ীর রঙধনু মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে নিহতের স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগ (২৬) পলাতক রয়েছেন।

নিহত রোকসানা আক্তার রূপা ওরফে নূরানী শেরপুরের নালিতাবাড়ী থানার অলসপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি স্বামী সোহাগের সঙ্গে টংগাবাড়ীর কালাম মাদবরের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।

পলাতক স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগ বগুড়ার সোনাতলা থানার নতুন বন্দর এলাকার আনোয়ারুল খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে কক্ষের ভেতরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় তারা ভেতরে পোশাক শ্রমিক রোকসানার লাশ পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের কিছু অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল।

হাসান ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর