Logo

সারাদেশ

ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দাবি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৩:৩৬

ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দাবি

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের ফেনীবাসী। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান। সঞ্চালনায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল আজিজ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহিম, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক, ইসলামী আন্দোলনের সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের মোজাফফর আহমদ, এনডিএফ’র সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির শাহ ওয়ালী উল্লাহ মানিক ও অ্যাডভোকেট মনসুর আবদুল্লাহ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সময় টিভির আতিয়ার হাওলাদার সজল, ড্যাব ফেনীর সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, জেলা প্রাইভেট ডায়াগনস্টিক হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হুমায়ুন, ইমাম হাফেজ আবদুল্লাহ, সাহিত্য সম্পাদক বকুল আকতার দরিয়া ও স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ফেনী দীর্ঘদিন ধরে অবহেলিত। একজন সাবেক প্রধানমন্ত্রী থাকার পরও এ জেলা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাজনৈতিক কারণে ফেনীর প্রতি বৈষম্য করা হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ ধ্বংস হয়ে গেছে রাজনৈতিক ষড়যন্ত্রে।

তারা বলেন, বাংলাদেশে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের তিনটি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে একটি ফেনীতে স্থাপন করা হলে আশপাশের জেলার জনগণ উপকৃত হবে। ফেনী ভৌগোলিকভাবে উপযুক্ত স্থান। এখানে হাসপাতাল হলে দ্রুত চিকিৎসা সুবিধা পাওয়া সম্ভব হবে। অনেক রোগী দুরত্বের কারণে চিকিৎসার আগেই মৃত্যুর মুখে পতিত হয়।

বক্তারা আরও বলেন, প্রবাসী আয়ে সমৃদ্ধ ফেনী সম্ভাবনাময় জেলা। এ জেলার উন্নয়নে মেডিকেল সুবিধা নিশ্চিত করা হলে জাতীয় অর্থনীতিতেও তা ইতিবাচক প্রভাব ফেলবে। তাই অবিলম্বে ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানাই।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর