Logo

সারাদেশ

পঞ্চগড়ের বোদায় ১৯ বছর পর বিএনপির সম্মেলন, পেল নতুন কমিটি

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৩:৫৩

পঞ্চগড়ের বোদায় ১৯ বছর পর বিএনপির সম্মেলন, পেল নতুন কমিটি

দীর্ঘ ১৯ বছর পর পঞ্চগড়ের বোদায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির বোদা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুল্লাহ আসাদ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রায়হানুল আলম প্রধান রিয়েল ও দেলোয়ার হোসেন।

শনিবার (১৯ এপ্রিল) রাতে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ও ভোট গ্রহণ শেষে রাতে কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ।

ফলাফল ঘোষণার সময় চার সদস্যের নবগঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

এর আগে ২০০৬ সালে বোদা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১৯ বছর পর এবার অনুষ্ঠিত হলো দ্বিবার্ষিক সম্মেলন। দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেটের মধ্যে ৬৬৯ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ৪৯৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান। সাংগঠনিক সম্পাদক পদে রায়হানুল আলম প্রধান রিয়েল ৩৭৮ ভোট এবং দেলোয়ার হোসেন ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন।

ডেলিগেট ও কাউন্সিলরদের প্রত্যক্ষ অংশগ্রহণে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুর রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

এসকে দোয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর