Logo

সারাদেশ

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৪:৩২

রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাসুদ রানাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার এমদাদুল হকের ছেলে। তিনি কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, গত ৫ আগস্টের আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্ম করত কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা। এরপর থেকে সে পলাতক ছিল। শনিবার রাতে কামশাইর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে বিস্ফোরক আইনের মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

এন বি আকাশ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর