কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৩:২৪

ছবি : বাংলাদেশের খবর
কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৩১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২১ এপ্রিল) কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা জেলায় ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী’ হিসেবে পরিচিত। তারা অতীতে আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে ‘কুড়িগ্রামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা’ করছিল।
এর ফলস্বরূপ কুড়িগ্রাম থানা থেকে ৭ জন, রাজারহাট থানা থেকে ২ জন, উলিপুর থানা থেকে ৩ জন, নাগেশ্বরী থানা থেকে ১ জন, ফুলবাড়ী থানা থেকে ৪ জন, ভূরুঙ্গামারী থানা থেকে ৫ জন, চিলমারী থানা থেকে ২ জন, রাজিবপুর থানা থেকে ২ জন, রৌমারী থানা থেকে ১ জন, কচাকাটা থানা থেকে ২ জন ও ঢুষমারা থানা থেকে ২ জনসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. বজলার রহমান বলেন, কুড়িগ্রামে ২০ এপ্রিল থেকে ২১ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
নূর-ই-আলম সিদ্দিক/এমবি