Logo

সারাদেশ

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৩:৫৭

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে বৃষ্টি শুরু হলে তাহের মিয়া ও আরও দুইজন মিলে মাঠের মধ্যে পানি দেওয়ার মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাহের মিয়া মারা যান। আহত হন সঙ্গে থাকা আরও দুইজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা আব্দুল আহাদ বাবুল জানান, তাহের মিয়া ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য ছিলেন এবং ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

আব্দুর রউফ ভূইয়া/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর