
রাঙামাটির কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক।
নিহতরা হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরী পাড়ার বাসিন্দা মো. তোরাপ, রাঙামাটির কাউখালী উপজেলার পশ্চিম মাইনকারটেক এলাকার নূর নাহার বেগম, হাটহাজারীর ছাত্তারঘাট ঈসাপুরের মাহমুদুর রহমান। বাকিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশা করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপ সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকি দু’জনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। বাকি দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।’
এমজে