Logo
Logo

সারাদেশ

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আ.লীগ নেতা আটক

Icon

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আ.লীগ নেতা আটক

আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম | ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। 

সোমবার (২ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার মানপাশা বাজার এলাকায় নিজ ঘর থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

আটক ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার সঙ্গে প্রবাসীর অভিযুক্ত স্ত্রীকেও আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দেরসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহিদুলের সঙ্গে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে শহিদুলের বাসায় আসেন প্রবাসীর স্ত্রী। রাত গভীর হলেও প্রবাসীর স্ত্রী শহিদুলের বাসা থেকে বের হচ্ছিলেন না। টের পেয়ে স্থানীয়রা ওই বাসা ঘেরাও করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।   

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুস সালাম জানান, মানাপাশা বাজার এলাকার শহিদুলের ঘরে গভীর রাতে তারা অনৈতিক কাজে লিপ্ত থাকায় এলাকাবাসী তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতার শহিদুল ও প্রবাসীর স্ত্রীকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর