৪ হাজার পিস ইয়াবাসহ এই দুইজনকে আটক করা হয়েছে | ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।
আটক দুজন হলেন- জেলার তারাকান্দা উপজেলার তিলাটিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুল কাইয়ুম ও গৌরীপুর উপজেলার শাহাবাসপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে আমিরুল ইসলাম।
উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে নগরীর মাসকান্দা জেলা পরিষদ হাই স্কুল রোড এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ৭৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা শাখা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গৌরীপুর উপজেলার বোকাইনগর ত্রিশঘর এলাকা থেকে ১৪২ কেজি গাঁজাসহ শরীফ মিয়া ও মোকছেদুল জিম নামে দুইজনকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদেরকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়।
নাজমুস সাকিব/বিএইচ