Logo
Logo

সারাদেশ

বাংলাদেশি যুবককে তুলে নিল ভারতীয়রা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪

বাংলাদেশি যুবককে তুলে নিল ভারতীয়রা

স্ত্রী ও সন্তানের সঙ্গে ইয়াসিন | ছবি : সংগৃহীত

ভারত-বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ফেনী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ইয়াসিন নামের এক যুবককে অপহরণ করেছে ভারতীয়রা। 

বুধবার (০৪ ডিসেম্বর) ভোরে পরশুরামের বাউর পাথর এলাকার বাংলাদেশ ভারত সীমান্তে এ ঘটনা ঘটে। বাংলাদেশের খবরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

অপহৃত যুবক ফেনীর পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাউর পাথরের মাজার বাড়ি এলাকার বাসিন্দা মিজানের ছেলে। যুবকটির স্বজনরা জানিয়েছেন, নোম্যান্সল্যান্ড এলাকার জমিতে কাজ করতে গেলে সেখান থেকেই ইয়াসিনকে ধরে নিয়ে যায় ভারতীয়রা। অপহরণকারীরা ফেসবুকে ছবি আপলোড করার পরই অপহরণের তথ্য জানা যায়। এমন ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, জনমনে দেখা দিয়েছে ক্ষোভ।

ইয়াসিনের স্ত্রী বলেন, তারা আমার স্বামীকে নির্দয়ভাবে মারধর করেছে। ফেসবুকে আপলোড করা ছবি দেখে তাই বোঝা যাচ্ছে। 

তিনি বলেন, আমার স্বামীর কিছু হলে মেয়েকে নিয়ে কোথায় যাব? আমি আমার স্বামীকে ফিরে পেতে সরকারের সহযোগিতা চাই। 

স্থানীয়রা জানিয়েছেন, ২০২২ সালের ১৩ নভেম্বর পরশুরামের বাঁশ পদুয়া সীমান্তের নোম্যান্সল্যান্ডে ভারতীয় বিএসএফের গুলিতে প্রাণ হারান বাংলাদেশি কৃষক মেজবাহার। পরে ভারতীয় সীমান্তরক্ষীরা তার লাশ নিয়ে যায়। তার মৃতদেহ পরশুরামের বিলোনীয়া স্থলবন্দর দিয়ে ১৭ দিন পর ফেরত দেওয়া হয়। এবার ইয়াসিনের ভাগ্যে এমন কিছু ঘটবে কিনা সে শঙ্কা উঁকি দিচ্ছে। আর একের পর এক এমন ঘটনায় সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ডে চাষাবাদে ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। 

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোনো বক্তব্য পাওয়া না গেলেও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বা সেখানকার পুলিশ ইয়াসিনকে আটক করেনি। তাকে ভারতীয় নাগরিকরা ধরে নিয়ে গেছে এবং তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জেনেছি। তিনি বর্তমানে ভারতীয় পুলিশ হেফাজতে আছেন।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর