গাইবান্ধায় অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২২
ছবি : প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানার চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৪ ডিসেম্বর) পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার বলেন, ‘অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি। তবে, কারখানার চুল্লিগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
এ সময় পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধার পরিদর্শক শের আলী, পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান/এমআই