Logo
Logo

সারাদেশ

হাতিয়ার চরে আটকা পড়ল বিশাল তিমি

Icon

বাংলাদেশের প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে একটি বিশাল আকৃতির তিমি চরের পলিমাটিতে আটকা পড়েছে। পরে স্থানীয় জেলেরা দড়ি দিয়ে বেঁধে টেনে নদীর পানিতে ছেড়ে দেন। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় ওই ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের জানান, বৃহস্পতিবার ভোরে জোয়ারের পানির সঙ্গে তিমি মাছটি হাতিয়ার মূল ভূ-খণ্ডের কয়েক কিলোমিটার দূরে নতুন জেগে উঠা চর আতাউরের পলিতে আটকা পড়ে। পরে দুপুরের দিকে কয়েকজন জেলে দেখতে পান।

জেলেরা জানান, এই তিমির ওজন আনুমানিক ৫০ থেকে৬০ মণ। পরে তিমির লেজ ও মাথায় দড়ি দিয়ে বেঁধে টেনে পানিতে ছেড়ে দেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে তিমিটি গভীর সমুদ্র থেকে নদীতে চলে এসেছে। এরপর জোয়ারের পানির তোড়ে সেটি নতুন চরের পলিতে আটকা পড়ে। এরই মধ্যে ভাটা শুরু হওয়া নদীতে নামতে পারেনি। 

তিনি জানান, আটকে পড়া তিমি মাছটিকে স্থানীয় জেলেরা নদীতে ছেড়ে দিয়েছেন।

দ্বীপ আজাদ/ওএফ/এনজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর