Logo
Logo

সারাদেশ

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:২০

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল প্রায় সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ–ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।’

আরএএ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর