‘হাসিনা হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে’
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৩:২৭
ছবি : প্রতিনিধি
হাসিনা বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া বাজারে আদারভিটা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও বাঁশদাইর এলাকায় ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসুক এটা ভারত কখনই চায় না। সবসময় ভারত চেয়েছে তাদের পুতুল সরকার হবে বাংলাদেশে। পুতুল সরকার তাদের ইশারায় চলবে। শেখ হাসিনা ভারতের পুতুল সরকার ছিল। আমরা স্বাধীনতা অর্জন করেছি দিল্লির কাছে বন্ধক দেওয়ার জন্য নয়। আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের দয়া করে কেউ স্বাধীনতা দেয়নি।’
তিনি আরও বলেন, ‘১০ বছর আগে শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে নির্দয়ভাবে বের করে দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। আল্লাহ তাআলা ১০ বছর পর শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দিয়েছেন।’
ইসলামপুর বাজার রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মাসুদ রানার সভাপতিত্বে ইসলামি সম্মেলনে বক্তব্য রাখেন- বছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মীর আল আমিন প্রমুখ।
মাহমুদা আক্তার/এমআই