Logo
Logo

সারাদেশ

ফরিদপুরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন তারেক রহমান

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩

ফরিদপুরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন তারেক রহমান

ছবি : বাংলাদেশের খবর

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা ও জনসম্পৃক্তি বিষয়ে ফরিদপুরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফরিদপুর সাংগঠনিক বিভাগ কর্মশালাটির আয়োজন করে।  

কর্মশালার দ্বিতীয় সেশনে তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ৩১ দফা সংস্কার কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহাজাদা মিয়া, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ।

অপূর্ব অসীম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর