Logo
Logo

সারাদেশ

ঈশ্বরদীতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা

Icon

পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮

ঈশ্বরদীতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা

ছবি : প্রতিনিধি

‎পাবনার ঈশ্বরদীতে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মানিকনগর পাঠশালা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রয়াত নেতা হাফিজুল ইসলাম মহলদার, আপিল উদ্দীন মেম্বার, রাশেম সরদার ও সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান মতির স্মরণে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

‎সলিমপুর ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান মহলদারের সভাপতিত্বে ও শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু।

‎এসময় উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু রহমান, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সরদার, সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, বিএনপি নেতা জুলফিকার মতিন লিপনসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সদস্য, বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর