শীতে কাঁপছে পঞ্চগড়, পারদ নামল ১০ ডিগ্রির ঘরে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৯
হিমালয়কন্যা পঞ্চগড়ে জেঁকে বসেছে পৌষের শীত। তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির ঘরে। কনকনে শীতে নাজেহাল পঞ্চগড়বাসী।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তার আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
ভোরেই সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ার পরশে কাঁপছে উত্তরের এই জেলা। কুয়াশা না থাকলেও কনকনে শীতকে উপেক্ষা করেই কাজে বেরিয়েছেন নিম্ন আয়ের মানুষ।
ভ্যানচালক মহির উদ্দিন ও সায়েদ আলী জানান, প্রচণ্ড ঠান্ডার কারণে ভ্যান চালাতে গিয়ে হাত-পা অবশ হয়ে যায়। ঠান্ডার কারণে ভ্যানেও চড়তে চান না অনেকে। কিন্তু কি করবো ভাই, পরিবারের চাহিদা পূরণ করতে হয়। তিনবেলা খেতে হয়। এখন শীত, কামাই কমে যাচ্ছে।
দিনমজুর রাজ্জাক জানায়, ঠান্ডা লাগলেও করার কিছু নাই। কাজে বেরিয়েছি। দিনশেষে কাজ করে বাজার সদাই করতে হবে।
গৃহিণীরা জানান, ঠান্ডার কারণে সকালে উঠে কাজ করতে খুবই কষ্ট হয়। কিন্তু ছেলে-মেয়েদের সকালের নাস্তা তৈরি করতে হয়। রাতভর প্রচণ্ড ঠান্ডা। ঘরের আসবাবপত্রও বরফ হয়ে উঠে।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে এসেছে। সোমবার সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এসকে দোয়েল/এমবি/ওএফ