মোংলায় দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৫
ছবি : প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়।
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নরেশ হালদার'র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী মো. নূর আলম শেখ, সহ-সভাপতি স্বদেশ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিতা সরকার, সুনীতি রায়, বিবেকানন্দ মল্লিক, গীতিকার মোল্লা আলম মামুন, সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ইয়ুথ লিডার মেহেদী হাসান, ডলার মোল্লা প্রমুখ।
এমআই