জামালপুরে কৃষক মোন্তাজ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭
জামালপুরে কৃষক মোন্তাজ আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে সদরের নরুন্দির শ্রীবাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মোন্তাজ আলীর স্ত্রী রুজিনা বেগম, মেয়ে সীমা খাতুন, স্থানীয় আনোয়ার হোসেন, শাহ আলম, শহিদুল ইসলাম ও হযরত আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা কৃষক মোন্তাজ আলী হত্যা মামলার আসামি আক্তার, জাহাঙ্গীর, মতি মিয়াসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তারে দাবি জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লখ্য, শুক্রবার বিকালে সদরের নরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক মোন্তাজ আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি আসামিরা।
এমজে