Logo
Logo

সারাদেশ

খানসামায় বিকেলেও দেখা মেলেনি সূর্যের, জনজীবন স্থবির

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১

খানসামায় বিকেলেও দেখা মেলেনি সূর্যের, জনজীবন স্থবির

ছবি : বাংলাদেশের খবর

উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় বিকেলেও দেখা মেলেনি সূর্যের। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশায় শীত জেঁকে বসেছে। এদিকে হঠাৎ তীব্র শীত ও ঘন কুয়াশায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন। রোদ না ওঠায় শহরে মানুষের আনাগোনাও কমেছে। জরুরি প্রয়োজনে মোটা ও গরম কাপড় পরে বাইরে বের হচ্ছেন লোকজন। 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশা দেখা দেয়। বৃষ্টির মতো কুয়াশাও ঝরেছে। দুপুরের দিকে দেখা মিলেছে টুপটাপ বৃষ্টিরও। বিকেল ৪টার পরেও সূর্যের দেখা মেলেনি।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এদিন সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

তীব্র শীতে গরম কাপড় গায়ে জড়িয়ে চায়ের আড্ডায় মেতে থাকা তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, শীত আসলেই মাথায় টেনশন আসে। তীব্র শীত ও কুয়াশায় মানুষ কাজে নিতে চায় না। এজন্য শীত আসলেই আমাদের মাথায় হাত পড়ে। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় এক কিলোমিটার।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর